মানিকছড়িতে গণসংযোগে এয়াকুব আলী চৌধুরী।
স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে সমতলের ন্যায় পাহাড়েও ভোট এবং গণভোটে সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। ২৯৮ নম্বর খাগড়াছড়ির আসনে বাঙালি, অবাঙালী ভোটের ব্যবধান কাছাকাছি হওয়ায় সব দলের প্রার্থীরাই এবার সকল ভোটারের কাছে আগামী বাংলাদেশ বির্নিমাণে আপামর জনসাধারণের সুখ-দুঃখের সাথী হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিশেষ করে অবাঙালী ভোটার টানতে নানা কৌশলে সব দলের প্রার্থীরাই নিরবে-সরবে প্রচারণা চালাচ্ছেন। বুধবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গণসংযোগ, পথসভা ও গণমিছিলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ ও দেশ গঠনে ভোট চাইলেন এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী। ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের ৯ উপজেলায় বাঙালি ও অবাঙালী ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১শ ১৪জন।
এর মধ্যে বাঙালি ভোট ২ লাখ ৮২ হাজার ৯শত ৮৬জন। অবাঙালি ভোটার (চাকমা, ত্রিপুরা, মারমা ও অন্যান্য) ২ লাখ ৭১ হাজার ১শত ২৭ জন। এখানে প্রার্থী ১১জন। এর মধ্যে বাঙালি প্রার্থী ৫ জন। অবাঙালী ৬জন। গত এক সপ্তাহের প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠোন বৈঠক, ডোর টু ডোর ভোট চেয়ে তৃণমূল ঝাঁজিয়ে তুলছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন।মাইকিং এবং নিরবে মাঠ চষছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

২৮ জানুয়ারি বুধবার দুপুরের পর মানিকছড়ি উপজেলায় গণসংযোগ ও চার ইউনিয়নে পথসভা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের কাণ্ডারী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীও তাঁর সফরসঙ্গীরা। অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী ও তাঁর সফরসঙ্গীরা দুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়ার সাথে স্বাক্ষাত করে নির্বাচনী মাঠ নিরপেক্ষ রাখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
পরে উপজেলা সদর বাজার ব্যবসায়ী থেকে শুরু করে ডাইনছড়ি, বাটনাতলী, কালাপানি, যোগ্যাছোলা, সাপমারা, গাড়ীটানা, তিনটহরী, মহামুনি, আমতল, গচ্ছাবিল এলাকায় গণসংযোগের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে চারটি পথসভা ও গণমিছিলে অংশগ্রহণ করেছেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি কর্মী,সমর্থকদের প্রচুর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গণসংযোগ ও পথসভায় ১১দলীয় প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, এনসিপির জেলা আহবায়ক নুর আলম, জেলা সদস্য সচিব সুভ চাকমা,এনসিপি জেলা সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইসমাইল খান, মানিকছড়ি প্রধান সমন্বয়কারী এনসিপির এস এম জাহাঙ্গীর আলম,সিনিয়র যুগ্ন সমন্বয়কারী ইমাম মেহেদী,খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা আক্তারুজ্জামান, জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়া,মানিকছড়ি খেলাফত মজলিস এর সেক্রেটারী মাওলানা ইমরান হোসেন প্রমূখ।
এ সময় এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আসুন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ,দেশ গঠনে ঐক্যবদ্ধ হই। গত ৫৪ বছরে সুশাসন, সৎ নেতৃত্ব না থাকায় রাষ্ট্রকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করা যায়নি। এবার আপনারা সকলে এগিয়ে এলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ, দেশ উপহার দিতে পুস্তত।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন