মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে উঠান বৈঠক করেছে মাটিরাঙ্গা পৌর যুবদল।মঙ্গলবার (২৭ জানুয়ারী) সন্ধায় মাটিরাঙ্গা ৯নং পৌর ওয়ার্ড বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ। এতে মাটিরাঙ্গা পৌর যুবদল আহ্বাক গিয়াস উদ্দিনের সভা পতিত্বে জেলা পৌর বিনপির সভাপতি শাহজালাল কাজল ও নাছির উদ্দিন শিকদার বক্তব্য রাখেন।
এই এলাকায় ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথি বলেন,রাস্তাঘাট থেকে শুরু করে অত্র খাগড়াছড়ির জনসাধারণের ভাগ্যউন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। আজ একটি দল নিজেদের ‘বেহেশতের টিকিট’ বিক্রেতা হিসেবে জাহির করা শুরু করেছে। ধর্মীয় গোঁড়ামি করা এসব অপশক্তিকে বয়কট করুন।

তিনি আরও বলেন, “পাহাড়ের শান্তি চাইলে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি সংসদে গেলে খাগড়াছড়ির প্রতিটি গ্রাম ও শহরে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া হবে জানান তিনি। এ সময় জেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক বাদশা মিয়া,মাটিরাঙ্গা পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি নারায়ন ত্রিপুরা,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ওয়সিমস জেলা ও পৌর যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল বেলায় নেতা কর্মীদের সাথে নিয়ে ৭নং পৌর ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা ও লিপলেট বিতরণ করেন জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ,অপর দিকে এলাকাবাসীর আয়োজনে রাতে মাটিরাঙ্গা ৩নং পৌর ওয়ার্ড কাজীপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন