মো. এনামুল হক,স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মাটিরাঙ্গা পৌর এলাকার বাবু পাড়া ও বাজার পাড়ায় গণসংযোগ শেষে ২নং ওয়ার্ডের তাকিয়া টিলা এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শাকিল।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজালাল কাজল বলেন, “খাগড়াছড়ি-২৯৮ আসনে সৎ, সাহসী ও জনগণের কণ্ঠস্বর হিসেবে ওয়াদুদ ভূঁইয়ার কোনো বিকল্প নেই। তিনি পাহাড়ের মানুষের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে গণজোয়ার সৃষ্টি করতে হবে।”
তিনি আরও বলেন, “ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে। দেশনায়ক তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে, যা পাহাড়ের অবহেলিত মানুষের ভাগ্য বদলে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি সংসদে গেলে খাগড়াছড়ির প্রতিটি গ্রাম ও শহরে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।” অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন