প্রতিনিধি রামগড়:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে জয়যুক্ত করতে এবং নির্বাচনী কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদ রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠিত হয়েছে।
গত শনিবার ২৪ জানুয়ারী রামগড় মাষ্টারপাড়া অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনকল্পে আলোচনা সভায় মো. শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব আবদুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক জাহেদ হোসেন মিজান।

সভা শেষে মো. শাহ আলম কে আহ্বায়ক ও মো. নুর সোবহান কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদ রামগড় উপজেলা কমিটি এবং মো. সিরাজুল ইসলাম কে আহ্বায়ক ও মো. নুরুল আবছার শামীম কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।
উপজেলা কমিটির অন্য সদস্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক হলেন, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ আরিফুল ইসলাম, কাজী মাইন উদ্দিন, মো. মোস্তফা, মো. আলাউদ্দিন, ফজর আলী, কামাল উদ্দিন সেলিম, মো. ইয়াছিন এবং মো. রফিক। পৌর কমিটির অন্য সদস্যের মধ্যে যুগ্ম আহ্বায়ক হলেন, কাজী মো. ছাদেক আলী, ওয়াজেদ আলী সর্দার, জাহাঙ্গীর আলম সোহেল এবং মো. মমিন উদ্দিন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন