মো: ছানোয়ার হোসেন,মহালছড়ি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে খাগড়াছড়ির মহালছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট , আগারগাঁও, ঢাকা এবং বাস্তবায়ন করে উপজেলা নির্বাচন অফিস,মহালছড়ি,খাগড়াছড়ি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জেলা নির্বাচন অফিসার এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।
কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন আইন, আচরণবিধি, ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন চলাকালীন করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন