মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে উঠান বৈঠক করেছে মাটিরাঙ্গা পৌর এলাকাবাসী। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় মাটিরাঙ্গা ৪নং পৌর ওয়ার্ড বাদিরাম কার্বারি পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চেয়ারম্যান।

বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় আদি রতন চাকমা। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি অলিউল্লাহর সভাপতিত্বে পৌর বিনপির সভাপতি শাহজালাল কাজল,সিনিয়র সহ সভাপতি নারায়ন ত্রিপুরা,সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও জেলা ছাত্রদলেরর সিনিয়র সহ সভাপতি আনিসুল আলম আনিক প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন,২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকা কালিন সয়য়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খাগড়াছড়িতে ব্যাপক সামাজিক উন্নয়ন করেছেন। আগমীতে বিএনপি সরকার গঠন করলে এলাকার সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে।

পর্যায় ক্রমে মায়েদের নামে ফ্যামেলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। যা গ্রামীন জীবনে মানুষের অর্থনৈতিক ভাবে সহায়ক হবে বলে জানান তিনি। এসময় বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় এলাকা বাসিরা উপস্থিত ছিলেন। এর আগে বিকালে মাটিরাঙ্গা ৫নং পৌর ওয়ার্ড বাসির আয়োজনে ত্রিপুরা,চাকমা,মারমাসহ স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের অংশ গ্রহনে বাবুপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলসহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন