সব
facebook raytahost.com
ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবেনা | Protidiner Khagrachari

ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবেনা

ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবেনা

‍‌‍খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

আল-মামুন:: কেন্দ্র দখল করে ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবেনা মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ বলেছেন, কেন্দ্র দখলের ভোট বাংলার মাটিতে আর কোন দিন হবেনা।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে নির্বাচনী গণমিছিল শেষে মুক্তমঞ্চে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণ এখন সচেতন বলে মন্তব্য করে কেন্দ্র দখলের মনভাব থাকলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে বলেও হুশিয়ারী জানান তিনি।

তিনি বলেন, কথায় কথায় হুমকি-ধমকির রাজনীতি আর বাংলার জনগণ মেনে নেবেনা। জামায়াত নৈরাজ্যে বিশ্বাস করেনা উল্লেখ করে তিনি বলেন, শান্তির রাজনীতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে হবে। শান্তি-সম্প্রীতির রাজনীতি এই দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করে জামায়াত প্রার্থীর বিজয় হলে শিক্ষা,স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি।

এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাংলার মানুষ ভিক্ষুক নয়, যেন ফ্যামেলি কার্ড নিবে। তিনি জানান, আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের আয়ে পরিবারকে চালানোর জন্য মানুষকে এগিয়ে নিতে কাজ করবে জামায়াত। আল্লাহপাক সকলকে হাত-পা দিয়েছে মন্তব্য করে কারো দয়ায় নয় কর্মের মাধ্যমে নিজেদের স্বাভলম্বী করে গড়ে তোলার উপর জোর দেন এই নেতা।

বিএনপি এখন জন বিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে মন্তব্য করে এমপি প্রার্থী এডভোটেক এয়াকুব আলী চৌধুরী বলেছেন, জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ১০ দলীয় জোটের প্রার্থীকে জয় যুক্ত করবে। তিনি আরো বলেন, প্রতিটি সম্প্রদায়ের মানুষ দাঁড়ি পাল্লায় ভোট দেয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। কথায় কথায় দাঁড়িপাল্লার নেতাকর্মী,এনসিপিসহ জোটের কর্মীদের হুমকি দেয়ার কথা উল্লেখ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরীর আহ্বান জানান এড. এডভোটেক এয়াকুব আলী চৌধুরী।

এতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে সকল প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষা ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এর আগে বিপুল জন সমাগমের মধ্য দিয়ে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে নির্বাচনী গণমিছিল শুরু করে খাগড়াছড়ির শাপলা চত্বর,আদালত সড়ক,মধুপুর ঘুরে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।

খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, এতে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি আসনের ১০ দলীয় জোট প্রার্থী এডভোটেক এয়াকুব আলী চৌধুরী, এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো: নুরে আলম,বাংলাদেশ খেলাফত মজলিশ এর সভাপতি আনোয়ার হোসাইন মিয়াজী,শ্রমিক কল্যাণ পরিষদ এর সভাপতি আব্দুল মান্নানসহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মা‌টিরাঙ্গায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

মা‌টিরাঙ্গায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবেনা

ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবেনা

মা‌টিরাঙ্গায় বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক

মা‌টিরাঙ্গায় বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com