স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া’র পক্ষে নির্বাচনি আচরন বিধি মেনে দ্বিতীয় দিনেও সরগরম মাটিরাঙা। জমে উঠছে মাটিরাঙ্গার নির্বাচনি প্রচারণা।
শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌরসভার দূর্গম পাহাড়ি জনপদ ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ এবং আগামীতে ফ্যামলেী ও কৃষি কার্ড প্রদানসহ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল ও উপজেলা যুবদল আহ্বায়ক জয়নাল আবদিন সরকার।

এ সময় মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.শহীদুল ইসলাম,পৌর কৃষক দলের সভাপতি রবিউল ইসলাম,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মিন্টু মির্জা, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.নুর নবী, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম, দিদার হোসেন, আসাদ,ফিরোজ সহ পৌর ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে ।

তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড সহ আটটি প্যাকেজের মাধ্যমে অবহেলিত পাহাড়ের সাধারণ মানুষের কষ্ট লাঘবে কাজ করা হবে এবং ওয়াদুদ ভূইয়া সংসদে গেলে খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের জন্য সকল পর্যায় উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ইতিমধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়াদুদ ভূইয়া’র সালাম পৌছিয়ে দিতে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরপরই শতাধিক টিম প্রচারণা শুরু করেছে। প্রচারণার শুরু থেকেই ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, তারা ১৭ বছর ধরে নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। এবার তারা কেন্দ্রে গিয়ে আনন্দের সাথে ভোট দিবেন বলে জানান ভোটাররা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন