মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মিন্টু বলেছেন,আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রাথী সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া বিজয় হলে ৬ মাসের মধ্যে মাটিরাঙ্গা পৌর সভার ৪নং ওয়ার্ড দুর্গম চকপাড়ার রাস্তা করে দেওয়া হবে।
একই সাথে সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরাদের জন্য মন্দির পাকাকরণ,সুপেয় পানির ব্যবস্থা ও পর্যায়ক্রমে এলাকায় বিদ্যুাতায়ন ও শিক্ষার মান উন্নয়নে স্কুল নির্মান করা হবে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাতে মাটিরাঙ্গা পৌর সভার দুর্গম চকপাড়ায় পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রিপুরার সম্প্রদায়ের নেতা হয়েও স্বজাতির উন্নয়নে কোন কাজ করে নাই উল্লেখ করে তিনি বলেন,জাতীয় সংসদ সদস্য ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হয়েও দুর্গম এলাকার স্ব জাতির মানুষে দু:খ দুর্দশা কখনো দেখতে আসেনি। এলাকার কোন উন্নয়ন করেনি।

২০০১-০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকা কালিন খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। স্কুল ,কলেজ রাস্তা ঘাট নির্মান করা হয়েছে। গত ১৭ বছরে কোথাও উন্নয়ন করা হয়নি।ওয়াদুদ ভুইয়া বিজয় হলে এ এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষে গ্রহন করার প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন নারায়ন ত্রিপুরা। এতে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদি আইনজীবি সমিতির সহ সভাপতি কবির হোসেন,যুগ্ম সম্পাদক শাহজাহান,আইন বিষয়ক সম্পাদক বেদারুণ ইসলাম,মাটিরাঙ্গা পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল, এড.ফারুক,এড.তানিম, এড.করিমুল্লাহ,এড. ফারজানা বেবি, এড.সৃজনী ত্রিপুরা ও স্থানীয় বিজয় কারবারি প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বিকাল সাড়ে ৫ টায় ৩ ওয়ার্ড নবী নগরে এলাকা বাসির আয়োজনে ও সমাজ কমিটির সভাপতি আব্দুর রহমানের সভভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,জেলা জি,পি এড.আলী নুর। পরে মুসলিমপাড়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এলাকা বাসির উদ্যোগ ও অংশ গ্রহনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন