সৈয়দ এম এ বাসার,প্রতিনিধি পানছড়ি:: খাগড়াছড়ির সীমান্ত এলাকায় বিজিবির সফল অভিযানে বিভিন্ন বাংলাদেশি মালামাল জব্দ করছে পানছড়িতে ৩ বিজিবি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৫টায় খাগড়াছড়ি ব্যাটালিয়নের একটি বিওপি টিম সীমান্তের মেইন পিলার এর উত্তর-পূর্ব দিকে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জিআর নম্বর ৯৫৪৯২৯ অনুযায়ী নিচের মালামালগুলো আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-সিস্টেম বেবীসেট কীটনাশক – ২০ লিটার (মূল্য ১,৪০০ টাকা),চ্যাপা শুটকি – ১৩০ কেজি (মূল্য ১,৫৬,০০০ টাকা),নাপ্পী পণ্য– ১৫ কেজি (মূল্য ৫,৪০০ টাকা),মোট সিজারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ১,৭৫,৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন