স্টাফ রিপাের্টার:: আগামীকাল ৮মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপের নির্বাচন। খাগড়াছড়ির চার উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে এ নির্বাচন হতে যাচ্ছে। মঙ্গলবার (০৭ মে ২০২৪) দুপুরে ভোটের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
এ নির্বাচনে খাগড়াছড়ি দূর্গম উপজেলা লক্ষ্মীছড়ির ফুত্যাছড়ি ও শুকনাছড়ি নামে দুইটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারেযোগে ভোটের মালালাম ও জনবল পাঠানো হয় বলে সূত্র জানায়।
চার উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৮৯৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৯০টি। আজ ৩৭টি কেন্দ্রে ভোটের ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। বাকী কেন্দ্রগুলোতে ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা।
এদিকে লক্ষ্মীছড়ি ও রামগড় উপজেলার বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়েছে। নির্বাচনে চার স্তরের নিরাত্তার পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান প্রশাসন। ৪টি উপজেলায় ১৩ জন চেয়ারম্যান প্রার্থী,পুরুষ ও নারীসহ ২৪ জন ভাইস-চেয়ারম্যান পদে মাঠে নিজেদের বিজয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে।