স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ২টি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মে ২০২৪) রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার অনীক চৌধুরী।
স্থগিত কেন্দ্রের ফলাফলসহ ঘোষিত ফলাফলে কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা ৮হাজার ২৮৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা পেয়েছেন ৬হাজার ৮৩ভোট।
এতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৮হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্দ্বন্ধি রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৫হাজার ৩২১ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের অয়ক্রইপ্রু মারমা ৮হাজার ৩০৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫হাজার ৯৮২ভোট।
বুধবার সকাল ৮টা থেকে দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি ইউনিয়নের যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের এ ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
জানা যায়, দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩হাজার ২২২ ভোট। যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২হাজার ৩১৪ ভোট। ২ কেন্দ্র মিলে মোট ভোটার রয়েছে ৫হাজার ৫৩৬ ভোট। লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ২১হাজার ৭২২ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৯৪০ ভোট এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৮২ ভোট।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন