স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিদর্শন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে জেলা প্রশাসক লক্ষ্মীছড়ি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে জনকল্যাণমুলক কর্মকান্ডে অংশ নেন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এতে লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমাসহ গন্যমান্যরা অংশ নেন।

এসময় তিনি পূর্ণজ্যোতি শিশু সদন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার প্রদান করেন। তিনি ডিপি পাড়া আশ্রয়ন প্রকল্প, লক্ষ্মীছড়ি থানা, মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরে তিনি বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ,আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ ও সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং রেড ক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধার কার্যক্রমের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেন।

এছাড়া তিনি উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করেন। ৩২টি দল নিয়ে শুরু হতে যাওয়া উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন