স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না—১৯৭১-ই আমাদের অস্তিত্বের মূল ভীতি এবং আমাদের গর্ব, আমাদের শক্তি।” “মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেলে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত সভায় ওয়াদুদ ভুঁইয়া আরো বলেন, একটি গোষ্ঠী মুক্তিযোদ্ধাদের অবদান উপেক্ষা করে ২৪ জুলাইকে মুক্তিযুদ্ধের দিন ঘোষণার অপচেষ্টা চালিয়েছিল, যা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত,দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি উল্লেখ করে ওয়াদুদ ভুঁইয়া বলেন, নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ কারাবরণ সত্ত্বেও বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। তার নেতৃত্ব ও ত্যাগ আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে।
পরে দোয়া মাহফিলে মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান কমান্ডের সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শেষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলছড়ি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সালাহউদ্দিন আহাম্মেদ।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী,যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া,মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার,সদস্য সচিব ফোরকান ইমামিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন