স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দুর্গম জনপদ লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি এলাকার নির্জনে অবৈধভাবে কাঠ পাচারকালে নিরাপত্তা বাহিনী অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। জব্দ কাঠের বাজার মূল্য পৌনে ৫ লাখ টাকা।
লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর এক প্রেস বার্তায় জানানো হয়েছে, উপজেলার অনগ্রসর জনপদ বার্মাছড়ি রিজার্ভ ফরেস্টে থাকা সেগুনবাগানের পরিপক্ব গাছে অবাধে কেটে ঝিরিপথে পাচার করার খবরে বুধবার সকালে পরিচালিত এক অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস (আনুমানিক ১০৬০ সিএফটি) অবৈধ কাঠ জব্দ করা হয় ।
জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা। জব্দকৃত কাঠ চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জের সর্তা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন