স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ইটভাটা মালিককে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) এই অভিযান পরিচালনা করা হয়।

মাটিরাঙ্গা পৌরসভার আওতাধীন A-55 ইট ভাটায় এই অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। এতে খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক নুরুল আমিন আরো উপস্থিত ছিলেন।
নিষেধাজ্ঞা থাকা সত্বেও উচ্চ আদালতের অবৈধভাবে ইট ভাটার সকল কার্যক্রম চালু করায় ইট ভাটার মালিক-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে ইট ভাটার মালিক-কে সর্তক করা হয় যাতে হাই কোটের নিদের্শনা মোতাবেক ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখতে শর্তক করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন