স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. আরিফ হোসেন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) রাতে রামগড়ের বৈদ্যটিলা এলাকায় এই অভিযানে নেতৃত্বে ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।
ইউএনও কাজী শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে আরিফকে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে যারা জড়িতদের ছাড় দেয়া হবে না। পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন