প্রতিনিধি রামগড়:: খাগড়াছড়ি জেলার রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই গাছ ছিরানো করাত কল (স’মিল) সহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২৮শে জানুয়ারি ২০২৬) ভোর ৪টায় রামগড় বাজারে অবস্থিত কাজী স’মিল সহ কাজী মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাজী স’মিলে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত পাশে অবস্থিত কাজী মার্কেটে ছড়িয়ে পড়লে সেবা কম্পিউটার, সততা কম্পিউটার সহ মা সেলুন দোকান পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকার মত হবে।

রামগড় ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে রামগড় বাজারে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্টসাকিট হতে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে জানান তিনি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন