স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধ ২১টি চুল্লি ধ্বংস করা হয়েছে। কয়লা কারখানায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে মানিকছড়িরবাটনাতলী ইউনিয়নের মাস্টারঘাটা ও ঢাকাইয়া শিবির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন বিভাগের মানিকছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মো. আব্দুল হামিদ। তিনি বলেন, পরিবেশ রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিদর্শক জনাব মো. নুরুল আমিন প্রধান। অভিযোগ আছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হতো।
আজকের অভিযানে কয়লা তৈরির উদ্দেশ্যে নির্মিত প্রায় ২১টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পৃথক ২টি মামলায় ২ জন ব্যক্তিকে মোটা অংকের অর্থ জরিমানা করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন