প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ আবু রায়হান, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবেশ সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বনাঞ্চল রক্ষা, বিল-ঝিল ও নদী-খালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, বন্যপ্রাণী সংরক্ষণ, অনিয়ন্ত্রিত কাঠ সংগ্রহ ও শিকার বন্ধে সচেতনতামূলক কাজ পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে এ কমিটি সমন্বয়কারী ভূমিকা পালন করবে।
Biodiversity Ecosystems Restoration for Community Resilience in the chittagong Hilll Tracts (BERCR-CHT) এর প্রকল্পের মহালছড়ি উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সভায় বলেন, “মহালছড়ির জীববৈচিত্র্য রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি। এই কমিটি মাঠপর্যায়ে পরিবেশ সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
নতুন গঠিত কমিটিতে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান মহোদয়কে সভাপতি ও মহালছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষি ও বন বিভাগের প্রতিনিধিসহ ১৫–২১ সদস্যের সমন্বয়ে একটি কার্যকর টিম গঠন করা হয়েছে।
আগামী মাস থেকে কমিটি স্থানীয় প্রাণী ও উদ্ভিদের তালিকাভুক্তি, হুমকির কারণ শনাক্তকরণ এবং সংরক্ষণ পরিকল্পনা তৈরি করার কাজ শুরু করবে। স্থানীয় পরিবেশকর্মীরা আশা প্রকাশ করেছেন যে এই উদ্যোগ মহালছড়ির প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন