প্রতিনিধি মহালছড়ি:: “ঘুষগ্রহণ, অবৈধ সম্পদ, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও দুর্নীতিকে না বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গরবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন মহালছড়ি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ শাহজাহান পাটোয়ারী।

এতে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আবু রায়হান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতি শুধু একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করে না; এটি সমাজের উন্নয়নকে থামিয়ে দেয়। নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও জবাবদিহিমূলক চিন্তার দিকে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি স্বচ্ছ ও গতিশীল মহালছড়ি গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সর্বস্তরের মানুষের সহযোগিতায় সেবা প্রদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও জবাবদিহিমূলক করতে কাজ করছে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।”



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন