স্টাফ রিপাের্টার:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম সীমান্তবর্তী গ্রাম নিউথাংনাক পাড়ায় স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে জনসচেতনতা মুলক সভা করছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ ঘটিকায় ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় এই জনসচেতনতা মুলক সভায় নিউথাংনাক বিওপি কমান্ডার নায়েব সুবেদারের সাইফুল ইসলাম অংশ গ্রহন করেন।
এসময় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান ঠেকাতে স্থানীয়দের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। চোরাচালান ঠেকাতে বিজিবির পাশাপাশি গ্রামবাসীও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন