প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মূড়া পাড়ায় সোলার চালিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ বিহীন এই পাহাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিল শতাধিক পরিবার। দূর-দূরান্ত থেকে পানি আনতে হওয়ায় ভোগান্তি ছিল চরমে।

গত ৮ নভেম্বর পরিদর্শনে গিয়ে স্থানীয়দের কষ্টের কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। তার উদ্যোগে ১২ নভেম্বর থেকে কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর মঙ্গলবার সোলার টিউবওয়েলটির কাজ সম্পন্ন ও উদ্বোধন করা হয়। এতে স্থানীয়রা অত্যন্ত খুশি হয়ে জানান, এখন আর দূরে পানি আনতে হবে না—এটাই তাদের জন্য বড় স্বস্তি।
সোলার টিউবওয়েলটি নির্মাণকারী প্রতিষ্ঠান রাজলক্ষী এন্ড রাজপিউ ইঞ্জিনিয়ারিং সল্যুশন–এর স্বত্বাধিকারী রাজীব বড়ুয়া বলেন,“ইউএনও স্যার বলেছেন যাতে কাজটি দুই–তিন বছরে ও নষ্ট না হয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এক বছর আমরা নিজ দায়িত্বে এই টিউবওয়েলটি তদারকি করবো। কোনো সমস্যা হলে বিনামূল্যে সার্ভিস দেওয়া হবে। পাহাড়ের মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।” মূড়া পাড়ার মানুষ এখন সুপেয় পানি পেয়ে স্বস্তিতে দিন কাটাচ্ছেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন