স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়িতে ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) রাতে মানিকছড়ির ময়ুরখীল এলাকায় এলাকায় এই ঘটনা ঘটে।
পারিবারিক কোন্দলনের জেরে ধরে ছেলে খোকন মজুমদার (৩৫) তার পিতা বিনোদ বিহারী মজুমদারকে (৭২) এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মিক ভাবে জখম করে । পরে স্বজনেরা চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ব্যবস্থা গ্রহণসহ আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করবেন বলে তিনি জানান।
এ ঘটনায় নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে। তবে ঐ ঘটনার সাথে জড়িত ঘাতক ছেলে এ রিপাের্ট লেখা পর্যন্ত পলাতক রয়েছে।