বিশেষ প্রতিনিধি:: সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলেও চলছে সাংবাদিক হয়রানীর মহাযজ্ঞ। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই হতে হয় লাঞ্চনার স্বীকার। শুধু লাঞ্চনার স্বীকার নয় পড়তে হয় হুমকির মুখেও। কবে সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবে জানতে চায় পেশাজীবী সাংবাদিকরা।
জানা যায়, সারাদেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয় সাংবাদিকরা। শুধু হামলাতেই থেমে থাকেনি উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলা হচ্ছে প্রতিনিয়ত। অসাধু ও দুর্নীতিবাজ বাজরা বুঝতে পেরেছেন সাংবাদিকদের উপর হামলা মামলা ও নির্যাতন করা হলে বিচার হয় না। ফলে সাংবাদিকদের ওপর ক্রমে হামলা মামলা বেড়েই চলছে।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন হয়রানীর তথ্য বলতে গিয়ে প্রবীন সাংবাদিক নুরুল আলম জানায়, ওয়ান এলিভেনে সর্বপ্রথম সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা মামলার স্বাকীর হয়ে গ্রেফতার হই। আটক হয়ে বেশ কয়েকটি কারাবরণ করতে হয় আমাকে।
শুধু তাই নয় বিভিন্ন সময় সংবাদ সংগ্রহসহ অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারনে ২০০৯ সালে আওয়ামীলীগের দোষর’রা অফিসে ডেকে নিয়ে মিথ্যা অভিযোগ আমার উপর অর্পিত করে মারধর করে রক্তাক্ত করে।
এতেও খান্ত হয়নি আওয়ামী সন্ত্রাসীবাহিনীরা মারধরের পর আমার গাড়িতে আগুন জ¦ালিয়ে দিয় তারা। এমন শত শত হামলা, হয়রানী, আটকসহ ক্ষমতার অপব্যবহার করে আমার জায়গা-জমি দখল করে নেয় তারা। বেশকয়েকজন পেশাজীবী সাংবাদিক অভিযোগ করে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের অন্যায় ও দুর্নীতির তথ্য তুলে ধরে তারা।
পাশাপাশি সরকারের উন্নয়নের কথা বলে তারা। তারা নিজের জীবনকে বাজি রেখে দেশ ও জনগণের জন্য কাজ করে। সমাজের অন্যায় ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় বিভিন্নভাবে নির্যাতন, হামলা -মামলার স্বীকার হয়ে যাচ্ছে সাংবাদিকরা। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর কাছে জিম্মি অবস্থায় আছে সাংবাদিকরা। তাদের অপকর্মের সংবাদ প্রকাশ করলেই হামলা, মামলা, গুমসহ বিভিন্ন হুমকির স্বীকার হতে হয়। যার কারনে পাহাড়ে অনিয়ম-দূর্নীতি ক্রমাগত বেড়েই চলেছে।
সাংবাদিক হয়রানীর বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক গুইমারার এক সাংবাদিক বলেন, বর্তমানে সাংবাদিকরা সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন দপ্তরে তথ্য চাইতে গেলে হামলা মামলার শিকার হচ্ছেন। তারা আঞ্চলিক সংগঠনের হুমকি-ধামকিতো আছেই। সাংবাদিকদেরকে তথ্য দিয়ে সহযোগিতা না করলে ঐক্যবদ্ধ হয়ে লেখনীর মাধ্যমে জবাব দেওয়া হবে বলে জানান তিনি।