প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি বৃহত্তম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বার্ষিক সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভাটি শুক্রবার ( ২৩ জানুয়ারী ২০২৬) রাত ৮.০০টার সময় সমিতির নিজস্ব কার্যালয় এ অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ডাঃ প্রদীপ চৌধুরীর (ভোলা ডাক্তার) -এর সভাপতিত্বে এবং আশিকুর রহমান আশিক ডাক্তারের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় সমিতির বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ২০২৫-২০২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্য ও সমবায়ের মাধ্যমে বাজারের উন্নয়ন সম্ভব। তারা মহালছড়ি বৃহত্তম বাজারকে আরও সুসংগঠিত ও আধুনিক করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে আগত অতিথি ও সদস্যদের রাতের খাবারের ব্যাবস্থা করা হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন