মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে শেষ হয়েছে ২দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। রবিবার (২৫জানুয়ারি ২০২৬) বিকালে খাগড়াছড়ি বাজার ফান্ড প্রশাসন সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রশিক্ষনের স্বীকৃতি স্বরূপ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো.আবদুল্লাহ আল মাহফুজ। এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুন কুমার ভট্টাচার্জ,bdnews24.com এর জেলা প্রতিনিধি সমির মল্লিক ও প্রশিক্ষক তনুশ্রী বিশ্বাস উপস্থিত ছিলেন।

ইউনিসেফ এর সহায়তা ও হ্যালো bdnews24.com এর উদ্যোগে আয়োজিত ২দিনের প্রশিক্ষনে ২০ জন শিশুকে সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করায় সমস্যা ও সমাধান, তথ্য যাচাই, শিশু অধিকার, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারন এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরীসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এতে।
প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, শুধু সাংবাদিকতা শিখার জন্য তোমাদের এখানে আনা হয়নি, বদ্ধ মনের আলো খুলে দিতে আনা হয়েছে। তোমাদের খোলা মন দিয়ে সৃষ্টিকর্তার সৃষ্টির নৈপুন্য,ভালো-মন্দ দেখতে পাবে। ভালো কর্মের মাধ্যমে জগতে অমর হয়ে থাকা যায় বলে মন্তব্য করেন তিনি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন