সব
facebook raytahost.com
বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন | Protidiner Khagrachari

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগ।

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়কের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম।

বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়টি ওই এলাকার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে বাঙালি ও পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

দুর্গম এলাকার শিক্ষার্থীদের আবাসন সংকট ও নিয়মিত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে একটি ছাত্র হোস্টেল নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী নিরাপদে অবস্থান করতে পারবে।

এছাড়াও শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদানের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি দ্বিতল বিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ভবনের মাধ্যমে ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং শিক্ষার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন আসবে।

একই সঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে স্কুলের মূল ফটক পর্যন্ত ৫৩৫ ফুট দৈর্ঘ্যের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতকে সহজ ও নিরাপদ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের আস্থা ও অংশগ্রহণকে আরও দৃঢ় করছে।

আপনার মতামত লিখুন :

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

দুর্গমতা ও দারিদ্র্যতায় পিঁছিয়ে পাহাড়ের প্রাথমিক শিক্ষা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com