স্টাফ রিপোর্টার:: রাঙামাটির একমাত্র সংসদীয় আসন ২৯৯-এ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি সশরীরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামায়াতের মনোনীত প্রার্থী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে এবং নির্বাচন কমিশনকেও অবহিত করা হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় আরও জানায়, বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বর্তমানে রাঙামাটি আসনে নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা, খেলাফত মজলিসের মাওলানা আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টির অশোক তালুকদার, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আবুল বাশার—মোট সাতজন প্রার্থী।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন