স্টাফ রিপোর্টার:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪বিজিবি সাজেক ইউনিয়নের উদলছড়ি পাড়ায় ৫৪ বিজিবির জনসচেতনতা মূলক আলোচনা সভা করা হয়েছে।
গতকাল বুধবার ১৪ জানুয়ারি বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায়, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ৫৪ বিজিবির অধিনস্ত উদলছড়ি বিওপির, বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান ও বিওপির সদস্যসহ উদলছড়ি পাড়ার কারবারি ও বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে নির্বাচন বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তব্যে বলেন, পাড়ার কারবারি ও বসবাসরত জনগোষ্ঠীর মাঝে নির্বাচন সময়ে যেন কোনো উশৃংখল পরিবেশ সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে, বিজিবিকে সজাগ থাকতে হবে, এবং পাহাড়ে বসবাসরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তেমনি পাহাড়ে বসবাসরত সকল সদস্যের সহযোগিতা একান্ত কাম্য। উক্ত আলোচনার ভিত্তিতে গন্ডাছড়া পাড়ার বদীচন্দ্র কারবারি বলেন বিজিবি যেভাবে আমাদের সর্বসময়ে চিকিৎসা সেবা ও মানবিক সেবা প্রদান করে, সে হিসেবে আমরাও বিজিবিকেও আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সহযোগিতা করবো।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন