এস এম মহিউদ্দিন:: নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান স্মরণে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ির গুইমারাতে রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ‘অদম্য নারী’ পুরস্কার সংবর্ধনা ও একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গুইমারার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি বলেন, নারীর পূর্ণাঙ্গ অগ্রগতি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি যোগ করেন, “সরকার নারীর উন্নয়নে অসংখ্য সুযোগ দিচ্ছে—এসব সুবিধা কাজে লাগাতে হবে। নারীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে এবং বাল্যবিয়ে যাতে বন্ধ হয়—সেই প্রচেষ্টায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।”
অনুষ্ঠানে গুইমারা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান তাঁর বক্তব্যে জনগণের প্রতি সেবা দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমি সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে গুইমারায় এসেছি। জনগণের কাছে গিয়ে কাজ করা, সমস্যার সমাধান করা এবং নিরাপত্তা নিশ্চিত করাই আমার দায়িত্ব।”
এ বছর অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতার স্বীকৃতি হিসেবে ক্রাখই মারমা, পিতা: কালা মারমাকে ‘অদম্য নারী’ হিসেবে মনোনীত করা হয়। অতিথিরা তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, গুইমারা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী,গুইমারা উপজেলা শিক্ষা অফিসার বাবলু হোসেন, গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ জায়নুল আবদিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, গুইমারা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান হরিপদ সহ বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নারী সংগঠনের কর্মীরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন