স্টাফ রিপাের্টার:: আর্ন্তজাতিক নারী পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস এবং অদম্য নারী সংর্বধনায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সফল জননী ফাতেমা বেগম ও সফল উদ্যোক্তা আকলিমা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আর্ন্তজাতিক নারী পক্ষ ও বেগম রোকেয়া দিবসে অদম্য নারী ক্যাটাগরিতে সফল জননী ফাতেমা বেগম ও অর্থনৈতিকভাবে সফল্য অর্জনকারী( উদ্যোক্তা) আকলিমা আক্তার রুপালীকে সংর্বধনা দেওয়া হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম এর স্বাগত বক্তব্যে অদম্য নারীর সংর্বধনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া।
বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা সংগীত ভৌমিক, সফল জননী ফাতেমা বেগম, সফল উদ্যোক্তা আকলিমা আক্তার রুপালী, শিক্ষক মো. জাহিদুল ইসলাম ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণার্থী সীমা আক্তার প্রমূখ। অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন