প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ রিয়াদ হোসেন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মোখলেসুর রহমান, মহালছড়ি জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাফর আলী খান, থানার কর্মকর্তা এসআই মিজান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন,পূজা উদযাপন কমিটির সভাপতি টিটু বণিক সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
সভা শেষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার,সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং স্বেচ্ছাসেবক দল গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মহালছড়ি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন হবে শান্তিপূর্ণ, নিরাপদ এবং আনন্দঘন পরিবেশে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।