স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দীঘিনালায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামীর নাম মো. ফজর আলী।
মঙ্গলবার ভোরে উপজেলার রশিকনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলশি। আটকরে সত্যতা নিশ্চিত করেছে দীঘিনালা থানার ওসি মো: জাকারিয়া।
তিনি জানান, “ফজর আলীকে একটি হত্যা মামলায় এক বছর আগে যাবজ্জীবন দণ্ড দেয় আদালত। এরপর থেকে সে দীর্ঘ সময় ধরে পলাতক ছিল। গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।