সব
facebook raytahost.com
নবী করিম (সা.) এর জীবনাদর্শ ধারণে আলোকিত হবে জীবন | Protidiner Khagrachari

নবী করিম (সা.) এর জীবনাদর্শ ধারণে আলোকিত হবে জীবন

নবী করিম (সা.) এর জীবনাদর্শ ধারণে আলোকিত হবে জীবন

সীরাত সেমিনারে মানিকছড়িতে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসাইন।

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দারুল ইহসান মাদরাসা কর্তৃক আয়োজিত সীরাতুন্নবী(সা.) সেমিনার, সবক প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অর্ন্তবতী সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসাইন ‘সীরাতের আলোকে জীবন ও সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, নবী করিম (সা.)জীবনী জানতে হলে সীরাত মানা অপরিহার্য। এতে একজন মুমিন মুসলমান তথা একজন মানুষের জীবন,চরিত্র আলোকিত হবে,পরিবার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় কল্যাণ বয়ে আসবে।

সীরাত না মানার কারণে আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি বাড়ছে, মানবের কল্যাণ নিহিত রয়েছে সীরাতে। তিনি আরো বলেন, পাহাড়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সীরাতুন্নবী (সা.)সেমিনার আয়োজন করে শান্তির ধর্ম ও দ্বীন ইসলামে সীরাতের গুরুত্ব তুলে ধরলে মানুষের মাঝে ফেসাদ, হিংসা, দুর্নীতি, অপশাসন, অন্যায়,অবিচার কমে আসবে। শান্তির ধর্ম ইসলামে সীরাতের অনুপস্থিতি থাকায় আজ আমরা ফ্যাসিবাদের স্বীকার হচ্ছি! নবীজি(সা.) এর সীরাত মেনে পরিবার,সমাজ ও রাষ্ট্র পরিচালনা হলে অন্যধর্মের লোকজনও ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবে।

গতকাল ২৩ সেপ্টেম্বর বাদ জোহর মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী(সা.) সেমিনার, সবক প্রদান ও দোয়া মাহফিলে উদ্বোধক ছিলেন, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী।

বিশেষ অতিথি ছিলেন, এহ্ইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, চট্টগ্রামের চেয়ারম্যান মাওলানা শায়খ শাহজাহান ইসলামাবাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশের খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম.জামালুল হাসান জামীল, খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দীন বিন সুরুজ, মানিকছড়ি দারুস সুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক।

এছাড়া মাওলানা নুর মোহাম্মদ, পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক ও তিনটহরী মহিউস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও মাওলানা বশির উদ্দিন প্রমূখ। ছাড়াও সীরাত সেমিনারে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক আলেম, ওলামা, মশায়েখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

জনসচেতনতায় সমন্বয় সভা

জনসচেতনতায় সমন্বয় সভা

মানিকছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

মানিকছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

সাপে কাটা জানিয়ার প্রাণ বাঁচাতে সেনাবাহিনী!

সাপে কাটা জানিয়ার প্রাণ বাঁচাতে সেনাবাহিনী!

একশ বৌদ্ধ বিহারে খাদ্যশষ্য বিতরণ

একশ বৌদ্ধ বিহারে খাদ্যশষ্য বিতরণ

মানিকছড়িতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

মানিকছড়িতে গাঁজাসহ ব্যবসায়ী আটক

মানিকছড়িতে শান্তি সমঝোতা বৈঠক

মানিকছড়িতে শান্তি সমঝোতা বৈঠক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com