প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পানিতে ডুবে মো. জুবায়ের হোসন (৮ বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫ ) দুপুরে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে চারপাশের নিচু এলাকা প্লাবিত হয়। দুপুরে বাড়ির পাশে সেই প্লাবিত এলাকায় খেলার সময় অসাবধানতাবশত জুবায়ের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর স্থানীয়দের সহায়তায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুবায়ের হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম ও পারভিন আক্তারের একমাত্র ছেলে। এ ঘটনায় শোকাহত পরিবারের আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শিশুটির মামা আশরাফ আলী ঘটনাটি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে হঠাৎ পানির স্রোত বেড়ে যাওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। সচেতনতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের প্রাণহানির আশঙ্কা থাকবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন