সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস এর চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা পেলো রাঙ্গামাটির লংগদু।
প্রতিনিধি বাঘাইছড়ি:: রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর মাইনীমুখ বাজারে ভয়াবহ আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই আগুনের সূত্র পাত ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনীর তিনবীর লংগদু জোনের মেজর রিফাত উদ্দিন লিওন এর নেতৃত্বে একদল সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস আনুমানিক দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে স্থানীয়রা জানান আগুনে প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে। বৃহত্তর এই বাজারে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক দোকান রয়েছে। ব্যাবসায়ী দের দাবী সেনাবাহিনী এগিয়ে না এলে সম্পূর্ণ বাজারটি পুড়ে ছাই হয়ে যেতো।
লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন সেনাবাহিনী সবসময় মানুষের পাশে দাড়িয়ে জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।