প্রতিনিধি,রাঙামাটি:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে রাঙ্গামাটি আসনের (২৯৯নং) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনার শেষ মুহূর্তে নৌকার জয়ের লক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকালে লংগদু উপজেলার ভাইবোন ছড়া বাজারে লংগদু ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শিপুর সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনতাজ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। সভায় নেতৃবৃন্দরা পার্বত্য জেলা রাঙামাটির উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার ও আহবান জানান।