আল-মামুন:: রাঙ্গামাটি লংগদুতে ইউপিডিএফ (গনতান্ত্রিক) কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। রবিবার (২৩ মার্চ ২০২৫) সকাল ১০টার পর লংগদু ইপজেলার গাদছড়া এলাকায় ইউপিডিএফ (গনতান্ত্রিক) লংগদু উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করে আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বােধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা। এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবেশ চাকমা, রাঙামাটি জেলা কমিটির সদস্য সয়েন চাকমা, বাঘাইছড়ি উপজেলার সমন্বয়ক প্রত্যয় চাকমা, লংগদু উপজেলার আহবায়ক রুবেল চাকমা এবং উপজেলার বিভিন্ন এলাকার গন্যমান্যরা এতে উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের কোন বিকল্প নেই এই মূল স্লোগানের উপরই উপস্থিত বক্তাদের বক্তব্য প্রতিফলিত হয়। এতে প্রধান অতিথি অমল কান্তি চাকমা বলেন, পার্বত্য চট্রগ্রামে আজ ২৭টি বছর ধরে যে ভাইয়ে ভাইয়ে সংঘাত হচ্ছে তার জন্য চুক্তি বিরোধ প্রণীত বিকাশ’ কে দায়ি করেন।
তিনি আরো বলেন ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর চুক্তি বিরোধি করে আজ পুরো জাতিকে অশান্তিতে থাকতে হচ্ছে। তিনি সকল ভেদাভেদ ভুলে সকল’কে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে এগিয়ে আশার আহবান জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।