স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এক মতবিনিময় ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) মারিশ্যা জোন (২৭ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
সভায় জোন কমান্ডার বলেন, বাঘাইছড়ি উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন সময়ে কিছু বিশেষ চ্যালেঞ্জ সৃষ্টি করলেও সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সেগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা, গুজব ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। এ লক্ষ্যে তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও যৌথ টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি, উপজেলা নির্বাচন অফিসার, বাঘাইছড়ি, সহকারী পরিচালক, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন), অফিসার ইনচার্জ, বাঘাইছড়ি থানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, পদাতিক, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন