স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি মাটিরাঙ্গায় দারুনন্নাজাত মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী ২০২৬) দুপুরের দিকে আদর্শগ্রাম দারুনন্নাজাত মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো:শহীদুল ইসলাম। প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলা আবুল কালাম।

এছাড়াও মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষক কাজি চলিম উল্লাহ,মাটিরাঙ্গা ৪নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালি উল্লাহ,মাটিরাঙ্গা ইসলামী এজেন্ট ব্যাঙ্কের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান,মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য আব্দুর রশিদ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আলা উদ্দিন হেলাল,ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক,জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাগ ও খেলার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
নৈতিক ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্যে সহিদুল ইসলাস বলেন, সন্তানদের শিক্ষিত করলে হবেনা,নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যারা ধর্মীয় শিক্ষার সাথে জড়িত তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত শিক্ষা না থাকে তাহলে তারা সমাজের জন্য বোঝা হয়ে যাবে। তাই নৈতিক ও প্রযুক্তিগত শিক্ষার দিক গুলো প্রতি সচেতন ও মোবাইল আসক্তি থেকে সন্তানদের দূরে রাখার আহ্বান জানান তিনি। এ সময় শিক্ষার্থী অভিভাক,শিক্ষক ও এলাকার মান্যগন্যরা এতে উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন