প্রতিনিধি,রাঙামাটি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পরামর্শে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বর্নাত্যদের মাঝে চলছে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। উপজেলা ও জেলা পর্যায়ে সারাদেশে চলছে অর্থ সংগ্রহ।
এরই ধারাবাহিকতায় রাঙামাটি জেলা বিএনপির নিকট ত্রাণ সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার দীপুর নিকট এই নগদ অর্থ সহায়তা জমা দিয়েছেন, নানিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি নুরুজ্জামান হাওলাদার।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক রিন্টু চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপি সহ-সহ-সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।