স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় মাটিরাঙ্গা প্রেসক্লাবের নব গঠিত কার্যকরী পরিষদের পরিচয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা সেপ্টেম্বর ২০২৪) বিকালে প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া।
মাটিরাঙ্গা প্রেসক্লাবের নবগঠিত সভাপতি মো: জসিমউ দ্দিন জয়নালের সভাপতিত্বে এতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: তাজুল ইমলাম, পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল,সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা,উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবদিন সরকার এবং প্রেসক্লাব সহ সভাপতি মো: এনামুল হক,সাধারণ সম্পাদক মো:আলমগীর হোসেন ও কার্য নির্বাহী সদস্য অন্তর মাহমুদ বক্তব্য রাখেন।
সভায় বিএনপি নেতৃবৃন্দরা বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা । দেশ ও জাতির ক্রান্তি লগ্নে সাংবাদিকরাই অগ্রনী ভুমিকা পালন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আগামীতেও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলদের পাশে থাকার আহ্বান জানান বিএনপির নেতারা।
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন,গনমাধ্যম সমাজের নানা অঙ্গতি,সমস্যা,সম্ভাবনা ও রাষ্ট্রের উন্নয়নে স্বাধীনভাবে পেশাদারিত্বকে এগিয়ে নিতে নিরপেক্ষতার ভিত্তিতে সহায়তা প্রত্যাশা করে। এ সময় মাটিরাঙা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী ,পৌর যুবদল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন , স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (শাকিল),উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নাজিউর রহমান (মঞ্জু), পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুর রহমান (রানা)সহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।