স্টাফ রিপোর্টার:: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার একমাত্র মহালছড়ি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে ২০২৪) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলা ভোট গ্রহণ শেষে নির্ধারণ হয় প্রার্থীদের ভাগ্য।
মহালছড়ি উপজেলায় বিমল কান্তি চাকমা (কাপ পিরিচ প্রতীক) ১০ হাজার ১৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) দলের প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংজরী চৌধুরী (আনারস প্রীতিকে) পেয়েছেন ৭হাজার ৮৫২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন (বই প্রতীক) নিয়ে ১১ হাজার ১০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুইনুচিং চৌধুরী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ( প্রজাপতি প্রতীক) পেয়েছেন) ১১ হাজার ৮২৯ ভোট।