বৈসাবিতে এসএসসি পরীক্ষা ॥ মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি
আল-মামুন:: পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার রুটিন তারিখ পরিবর্তনসহ ৫ দিনের ছুটি’র দাবি জানিয়ে পাহাড়ের শিক্ষার্থীসহ দুটি সংগঠন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এর আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করা করে। নতুন রুটিন প্রকাশ এবং পাহাড়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি উৎসব উদযাপন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ দিন সরকারি ছুটির দাবী জানিয়ে পিসিপি,হিল উইমেন্স ফেডারেশন ও বিভিন্ন স্কুলের এসএসসি শিক্ষার্থীরা।
এতে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ধনরঞ্জ ত্রিপুরার সঞ্চলনায় এতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মায়া চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা প্রমুখ।