স্টাফ রিপোর্টার:: জরুরি বৈঠক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখা নির্বাচন পরিচালনা কমিটি। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় আইএবি জেলা কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্ব করেন।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি ও খাগড়াছড়ি -২৯৮ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাউছার আজিজী,নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আল আমিন হোসেন মুজাহিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি ইব্রাহিম খলিল মুসা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি নাজমুস সাকিব এতে উপস্থিত ছিলেন ।
জরুরি বৈঠকে এছাড়াও খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র দায়িত্বশীল, নির্বাচন পরিচালনা কমিটির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির প্রশাসন ও মিডিয়া সমন্বয়কারী মো: ইব্রাহীম খলিল এর প্রেরিত এক বার্তায় এ তথ্য জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন