স্টাফ রিপাের্টার:: তৃণমূল উন্নয়ন সংস্থা -আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়িতে ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় উপজেলার হরবিল এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি ও ভোটার সচেতনতা সৃষ্টিতে অনুষ্ঠিত হয় নাটক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তৃণমূল উন্নয়ন সংস্থার আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট সোনিয়া দাশের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংস্থার নাগরিক প্লাটফর্মের প্রতিনিধি ও সাংবাদিক আবদুল মান্নান।
বক্তব্য শেষে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর উপস্থিতিতে আস্থা প্রকল্পের স্বেচ্ছাসেবীরা ভোটারদের সচেতনতা সৃষ্টিতে নাটক মঞ্চায়ন করেন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন