স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার অনগ্রসর জনপদ গোরখানায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. এনামুল হক এনাম।
মাদরাসার সুপার মো. লোকমান হোসেন এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা ও জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সদস্য মো. লোকমান ফকির।
দোয়া ও মোনাজাত করেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সাইখুল হাদিস, মহাদ্দিস আব্দুল হামিদ শাহ (রহঃ) এর শাহজাদা মাওলানা মো. মোবারক হোসেন হামিদি। পরে অতিথিরা ক্রীড়ানুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শুরুর আগে মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধন করেন অতিথিরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন