প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অভিবাসীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী,বিদেশ থেকে আসা প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জীবিকার তাগিদে দেশের ভেতরে ও বাইরে অভিবাসন একটি বাস্তবতা। অভিবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার রোধ এবং বিদেশে কর্মরত শ্রমিকদের অধিকার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, অভিবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক অভিবাসন দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন