প্রতিনিধি মহালছড়ি:: মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন।
সকাল ৬ টা থেকে উপজেলা প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সমিতি, প্রেসক্লাব ও প্রতিষ্ঠান পুষ্প নিবেদন করেন।তারপর সাড়ে ৯ মিনিটে মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে, মহালছড়ি থানা,মহালছড়ি আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিক স্কুল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার,জনাব মোঃআবু রাহায়ন।মহালছড়ি থানার অফিসার ইনচার্জ, জনাব মির্জা জহির উদ্দিন।উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা গন,বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ সাংবাদিকসহ স্থানীয় জন-সাধারণ।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার,জনাব মোঃ আবু রায়হান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের ঋণ পরিশোধ করতে পারবো না।
তিনি আরো বলেন,মহালছড়ি উপজেলা তথা দেশকে দূর্নীতি মুক্ত ও দেশের জনগণকে সরকারের সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। অনুষ্ঠানে বীর মুক্তি যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি কুচকাওয়াজ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন